bdstall.com

হুয়াওয়ে মেট ৯

হুয়াওয়ে কোম্পানি খুব শীঘ্রই বাজারে নিয়ে আসছে মেট ৯ নামক নতুন একটি ফোন। যেসব ব্যবহারকারী ব্যাটারির কর্মক্ষমতা ও চার্জের দ্রুততাকে প্রাধান্য দেয় তাদের জন্য এই হুয়াওয়ে মেট ৯ অত্যন্ত আকর্ষণীয়। মোবাইল ফোনটিতে আছে ৫.৯ ইঞ্চি ১০৮০পি ফুল এইচডি ডিসপ্লে, ওকটা-কোর হুয়াওয়ে ৯৬০ কিরিন চিপসেট যা মালি-জি৭১ গ্রাফিক্স চিপের সাথে সমন্বিত, ৪ জিবি র‍্যাম, ৬৪ জিবি স্টোরেজ, মাইক্রোএ এসডি কার্ড স্লট, ২০ ও ১২ মেগাপিক্সেলের ২টি ব্যাক ক্যামেরা, ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অ্যান্ড্রয়েড ৭.০, হুয়াওয়ে ইএমইউআই ৫.০ ইউজার ইন্টারফেস। এই সেল ফোনটির বিশেষত্ব হচ্ছে এর ৪,০০০ মাহ ব্যাটারি এবং সুপারচার্জ চার্জার। মাত্র ২০ মিনিট চার্জেই ফোনটি ২৪ ঘণ্টার জন্য কর্মক্ষম থাকে। ফোনটি ৭৫০ ডলার মূল্যে বাজারে পাওয়া যাবে।

এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: November 18, 2016
Reviews (0) Write a Review