বর্তমানে পৃথিবীতে ১.৫ বিলিয়নের বেশি মানুষ অন্ধকারে বসবাস করছে। এই বিপুল পরিমাণ মানুষগুলো শুধুমাত্র মোমবাতির আলো বা কেরোসিনের ল্যাম্প ব্যবহার করে জীবন পার করছে। মোমবাতি এবং কেরোসিনের ল্যাম্পের ধোঁয়া মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাছাড়াও প্রত্যন্ত অঞ্চলের মানুষজনের বিদ্যুৎ ব্যবহার না করতে পারার আরেকটি কারণ হচ্ছে এই বিদ্যুত অতিরিক্ত ব্যয়বহুল। এই সমস্যার কারণে মানুষের জিবনের নিরাপত্তা, স্বাধীনতা, শিক্ষা এবং স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন হচ্ছে। ভয়াবহ এই সমস্যাটি দূর করার জন্য ‘লিটার অফ লাইট’ নামক একটি ওপেন সোর্স প্রকল্পের সূচনা করা হয়েছে। প্রকল্পটির উদ্দেশ্য হচ্ছে প্লাস্টিক বোতল ব্যবহার করে সোলার পাওয়ারের লাইট তৈরি করা।
প্রথমে প্লাস্টিক বোতলগুলোকে পানি ও ব্লিচ দ্বারা পূর্ণ করা হয় যা শেওলা দূর করে পানিকে সবুজ হওয়া থেকে সাহায্য করে। তারপর বোতলগুলোকে বাড়ির ছাদে স্থাপন করা হয়। দিনের বেলায় আয়না হিসেবে ব্যবহৃত বোতলগুলো ৩৬০ ডিগ্রী কোণে আলো প্রতিসরণের মাধ্যমে প্রাকৃতিক লাইট বাল্বের কাজ করে থাকে। পরবর্তীতে প্রকল্পটি সহজ সোলার লাইট তৈরির জন্য প্রয়োজনীয় অংশ ও ব্যবহারবিধি সরবরাহ করে। গ্রামের মানুষজন নিজ হাতে বিভিন্ন যন্ত্রাংশ একত্রিত করে। তারা সোলার লাইটগুলো নিজেরাও ব্যবহার করতে পারে এবং বাজারেও বিক্রি করে অর্থ উপার্জন করতে পারে। একটি স্বাস্থ্যসম্মত প্লাস্টিক বোতল সোলার ল্যাম্পের দাম মাত্র ৩ ডলার।
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: October 27, 2016