bdstall.com

এনালগ হাত ঘড়িকে স্মার্ট ঘড়িতে রুপান্তরের যন্ত্র

Chronos কোম্পানি বাজারে নিয়ে এসেছে নতুন একটি ডিভাইস যা যেকোনো এনালগ হাত ঘড়িকে স্মার্ট ঘড়িতে রুপান্তর করতে পারে। ছোট ডিভাইসটি এনালগ ঘড়ির পিছনে যুক্ত হয়ে ব্লুটুথের মাধ্যমে যেকোনো স্মার্টফোনের সাথে সংযোগ স্থাপন করতে পারে। ডিভাইসটিতে আছে অ্যাক্সিলেরোমিটার, ফোন কল নোটিফিকেশান, ইমেইল, ম্যাসেজ এবং মিউজিক প্লেয়ার অ্যাপ কন্ট্রোল সিস্টেম। ঘড়িটির ৮টি ভাইব্রেশন প্যাটার্ন ও ৭টি এলইডি লাইটের সমন্বয়ে মোট ৫৬টি নোটিফিকেশান সহজলভ্য। স্মার্ট ডিভাইসটির রিচার্জেবল ব্যাটারি ২ দিন পর্যন্ত স্থায়ী থাকে। তাছাড়াও এর বাক্সটি পানি প্রতিরোধী। মাইক্রো-সাকশন এধেসিভ প্যাডের মাধ্যমে ডিভাইসটিকে একাধিক বার বিভিন্ন ঘড়িতে লাগানো এবং খোলা যায়। ছোট ডিভাইসটিতে আরও আছে ফিটনেস ট্র্যাকার অ্যাপ। বর্তমানে ডিভাইসটি আইওএস ভার্সনে চলছে এবং খুব শীঘ্রই এর অ্যান্ড্রয়েড ভার্সন বাজারে পাওয়া যাবে। এই উন্নতমানের স্মার্ট ডিভাইসটির মূল্য মাত্র ৯৯ ডলার।

এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: October 22, 2016
Reviews (0) Write a Review