bdstall.com

৬০ মেগাপিক্সেল ক্যামেরার অবিশ্বাস্য ফ্যাবলেট

টিউরিং রোবট ইন্ডাস্ট্রিস Turing Monolith Chaconne নামক একটি নতুন ফ্যাবলেট ফোন তৈরি করছে। এই ফ্যাবলেট ফোনে আছে ৬.৪ ইঞ্চি ডিসপ্লে এবং স্লাইড-আউট কীবোর্ড। ফ্যাবলেটটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর ৩টি ওকটা-কোর স্ন্যাপড্রাগন প্রসেসর যা একত্রে কাজ করতে পারে। WiGig এবং এড-হক ড্রাইভার ব্যবহারের মাধ্যমে প্রসেসরগুলো একত্রে কাজ করতে পারে। তাছাড়াও এতে আছে ২৪ টি কোর, ৪কে স্ক্রীন, ১৮ জিবি র‍্যাম এবং ১.২ টিবি সলিড স্টেট ড্রাইভ। ফ্যাবলেট ফোনটির অবিশ্বাস্য ক্যামেরা একে অন্যান্য যেকোনো ফ্যাবলেটের তুলনায় আকর্ষণীয় করে তোলে। ডিভাইসটিতে আছে ৬০ মেগাপিক্সেল কুয়াড এয়ার ক্যামেরা এবং ২০ মেগাপিক্সেল ডুয়েল সেলফি ক্যামেরা। এর অপারেটিং সিস্টেমটিও বিরল। ফ্যাবলেট ফোনটিতে আছে সোর্ড ফিশ অপারেটিং সিস্টেম যা মূলত সেইলফিশ এবং লিনাক্স অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এই ফ্যাবলেট ফোনটি ২০১৮ সালে বাজারে পাওয়া যাবে।

এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: September 08, 2016
Reviews (0) Write a Review