কিছুদিন পূর্বে গুগল তাদের অ্যান্ড্রয়েডের নতুন ভার্সন ন্যুগাট প্রকাশ করেছে। অ্যান্ড্রয়েড ন্যুগাটে বেশ কিছু নতুন ফিচার যোগ করেছে গুগল।
১। নোটিফিকেশন প্যানেলঃ অ্যান্ড্রয়েডের নতুন এই ভার্সনে নোটিফিকেশন প্যানেল থেকেই ম্যাসেজের উত্তর দেয়া যাবে। এছাড়াও আরও বেশ কিছু কাজ এই প্যানেল থেকেই করা যাবে।
২। মাল্টি উইন্ডোঃ একসাথে মাল্টি উইন্ডো খুলে কাজ করা যাবে ফোনে। সেগুলোকে ইচ্ছে অনুযায়ী ছোট-বড়ও করা যাবে।
৩। কুইক অ্যাপ ইন্সটলঃ নতুন এই ভার্সনে আগের তুলনায় ৭৫ পারসেন্ট দ্রুত অ্যাপ ইন্সটল হবে।
৪। অটো টাস্ক ক্লিনারঃ অনেকক্ষণ ধরে চলতে থাকা অপ্রয়োজনীয় অ্যাপসগুলো স্বয়ংক্রিয়ভাবে রিসেন্ট লাঞ্চড অ্যাপ তালিকা থেকে মুছে যাবে।
৫। কি-বোর্ড অপশনঃ ১৬টি আলাদা আলাদা থিমের কি-বোর্ড পাওয়া যাবে।
৬। ভার্চুয়াল রিয়েলিটিঃ নতুন এই ভার্সনে ভার্চুয়াল রিয়েলিটি সুবিধাও যুক্ত করেছে গুগল।
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: September 05, 2016