bdstall.com

ইন্টেলের সপ্তম প্রজন্মের প্রসেসর

ইন্টেল কোম্পানি খুব শিঘ্রই বাজারে নিয়ে আসছে সপ্তম প্রজন্মের কোর-ব্র্যান্ডেড প্রসেসর। ল্যাপটপ নির্মাতারা যাতে আরও পাতলা, হালকা এবং উন্নত ডিজাইনের ল্যাপটপ তৈরি করতে পারে সে দিকে নজর দিয়েই ৭ম প্রজন্মের পসেসর চিপগুলো তৈরি করা হয়েছে। এই নতুন প্রজন্মের প্রসেসরগুলো ইন্টেল কোরআই৩, কোরআই৫, কোরআই৭ এবং কোরআইএম৩ প্রসেসর হিসেবে প্রাথমিকভাবে পার্সোনাল কম্পিউটারে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। স্কাইলেইক লাইনের আর্কিটেকচারের উপর ভিত্তি করেই এই শক্তিশালী ১৪-ন্যানোমিটার সাইজের চিপগুলো তৈরি করা হয়েছে। এই প্রসেসরগুলোর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে উন্নতমানের ৪কে ভিডিও প্লেব্যাক ও ক্রিয়েশন। ৪কে ভিডিও জনসাধারণের নিকট সহজলভ্য করাই ৭ম প্রজন্মের প্রসেসরগুলোর মূল উদ্দেশ্য। এই প্রজন্মের চিপে আছে ৫ বছরের পুরনো চিপের তুলনায় ৭০ গুণ দ্রুত মোবাইল প্রোডাক্টিভিটি এবং উন্নতমানের ৩.৫এক্স থ্রিডী পারফর্মেন্স। ৭ম প্রজন্মের চিপ ব্যবহৃত ল্যাপটপগুলো ৯ ঘণ্টা ৩০ মিনিট পর্যন্ত টানা ৪কে ভিডিও চালাতে সক্ষম। এছাড়াও ৭ম প্রজন্মের প্রসেসরে আছে বেটার থান্ডারবোল্ট ৩ এবং উইন্ডোজ হ্যালো সাপোর্ট। এই চিপগুলো ভার্চুয়াল রিয়্যালিটি সম্প্রসারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। ৭ম প্রজন্মের প্রসেসরগুলো সেপ্টেম্বর মাসে বাজারে পাওয়া যাবে।

এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: August 31, 2016
Reviews (0) Write a Review