bdstall.com

রিভার্স অসমোসিস ওয়াটার পিউরিফাইয়ার এর সুবিধা ও অসুবিধা

 

রিভার্স অসমোসিস ওয়াটার পিউরিফাইয়ার উন্নত বিশ্বে ব্যাপক পরিচিত। বাংলাদেশেও রিভার্স অসমোসিস পানি বিশুদ্ধকরণ মেশিনের পরিচিতি দিনে দিনে বেড়েই চলেছে। রিভার্স অসমোসিস মূলত একধরনের পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়া যা পানিকে সর্বচ্চ পর্যায়ে বিশুদ্ধকরণ করতে কাজ করে। স্থান ভেদে অনেক সময় পানি ফুটানোর পরও তাতে অনেক ক্ষতিকর পদার্থ থেকে যায় যা আমদের মানব দেহের জন্য ক্ষতিকর। পানি বিশুদ্ধকরণ এই সিস্টেমে কোন প্রকার তাপ প্রয়োগ করা ছাড়াই পানিকে সম্পূর্ণ বিশুদ্ধ করা যায়। এই প্রক্রিয়ায় পানি বিশুদ্ধ করার পর পানিতে অপ্রয়োজনীয় খনিজ পদার্থ থাকে না যা আমাদের আমাদেরকে সুস্থ্য থাকতে সাহায্য করে। 

 

রিভার্স অসমোসিস কিভাবে কাজ করে?

ছয়টি ধাপে এই পদ্ধতিতে পানিকে বিশুদ্ধ করা হয়। এই ধাপগুলো মুলত ৩ ভাগে সম্পন্ন হয়ে থাকে। এই তিনটি কাজের প্রক্রিয়া হচ্ছেঃ-

অসমোসিসের বিপরীত প্রক্রিয়া

সাধারণত পানি একটি নিম্ন ঘনত্বের এলাকা থেকে একটি উচ্চ ঘনত্বের এলাকার দিকে স্বাভাবিকভাবে প্রবাহিত হয়। এই প্রক্রিয়াকে অসমোসিস বলে। রিভার্স অসমোসিসে এই প্রক্রিয়াকে উল্টে দেওয়া হয়। আবার চাপ প্রয়োগ করে পানিকে ঘন পর্দার মধ্য দিয়ে উচ্চ ঘনত্বের দিক থেকে নিম্ন ঘনত্বের দিকে প্রবাহিত করা হয়।  

সেমিপারমিএবল মেমব্রেন

মেমব্রেন এটি পানির ফিল্টারের বিশেষ ভূমিকা পালন করে থাকে। ফিল্টারে থাকা মেমব্রেনটি খুবই সূক্ষ্ম ছিদ্রযুক্ত হয়ে থাকে যা বিশুদ্ধ পানির অণু মেমব্রেনের ছিদ্র দিয়ে যেতে পারে। কিন্তু বড় আকারের দূষণকারী পদার্থযুক্ত পানি কণা যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস এবং খনিজ লবণ এর মতো পদার্থ এই ছিদ্র দিয়ে যেতে পারে না। ফলে পানির সর্বচ্চ পর্যায়ের ফিল্টার হয় এখান থেকে। 

চাপ প্রয়োগ

যখন রিভার্স অসমোসিস ফিল্টারের মাধ্যমে পানি বিশুদ্ধ করা হয় তখন  মেমব্রেনের একপাশে দূষিত পানি দেওয়া হয় এবং অন্য পাশে উচ্চ চাপ প্রয়োগ করা হয়। এই চাপের ফলে পানির অণু মেমব্রেনের ছিদ্র দিয়ে ফিল্টার হয়ে অন্য পাশে চলে যায় এবং দূষণকারী পদার্থ মেমব্রেনে আটকে যায়। এইভাবেই ফিল্টারের মাধ্যেম দূষিত পানি থেকে দূষণকারী পদার্থ আলাদা করে পানি  বিশুদ্ধ করা হয়।  

 

RO ওয়াটার পিউরিফাইয়ার এর প্রসেসিং সিস্টেমঃ 

  1. কোল্ড ওয়াটার লাইন ভাল্ভঃ এই ভাল্ভটির একটি টিউব সম্বলিত অংশ যেটি রিভার্স অসমোসিস পিউরিফাইয়ারের পানির উৎস হিসেবে কাজ করে। 
  2. প্রি-ফিল্টারঃ কোল্ড ওয়াটার লাইে বন থেকে পানি প্রথমে এই প্রি-ফিল্টারে প্রবেশ করে। প্রি-ফিল্টার এই পানি থেকে ধুলা-বালি এবং ময়লা দূর করে আরও মেমব্রেন (RO Membrane) কে রক্ষা করে। একটি রিভার্স অসমোসিস সিস্টেমে একাধিক প্রি-ফিল্টার থাকতে পারে।
  3. রিভার্স অসমোসিস মেমব্রেনঃ রিভার্স অসমোসিস মেমব্রেনই এই সিস্টেমের মূল অংশ। এটি পানি থেকে সকল প্রকার দূষিত পদার্থ দূর করে। এরপর এই পানি গিয়ে একটি প্রেসারড স্টোরেজ ট্যাঙ্কে জমা হয়।
  4. স্টোরেজ ট্যাঙ্কঃ সাধারণত এই স্টোরেজ ট্যাঙ্ক ২ থেকে ৪ গ্যালন পানি ধরে রাখতে পারে। একটি ব্লেডার পানিকে প্রেসার দিতে থাকে যখন ট্যাঙ্কটি পূর্ণ হয়ে যায়।  
  5. পোষ্ট ফিল্টারঃ স্টোরেজ ট্যাঙ্ক থেকে পানি বের হবার পর অবশেষে এই পোষ্ট ফিল্টারের মধ্য দিয়ে যায়। এটি একধরনের কার্বন ফিল্টার। এটি চূড়ান্তভাবে পানির অবশিষ্ট সকল ক্ষতিকর পদার্থ দূর করে দেয়।
  6. অটোমেটিক শাট অফ ভাল্ভঃ স্টোরেজ ট্যাঙ্ক পূর্ণ হয়ে যাওয়ার পর অটোমেটিক শাট অফ ভাল্ভ স্বয়ংক্রিয় ভাবে মেমব্রেনে পানি ঢুকার পথটি বন্ধ করে দেয়। 
  7. চেক ভাল্ভঃ আরও মেমব্রেনের (RO Membrane) শেষ দিকে একটি চেক ভাল্ভ আছে যেটি আরও (RO) স্টোরেজ ট্যাঙ্কের বিশুদ্ধ পানির উল্টো প্রবাহ বন্ধ করে দেয়।
  8. ফ্লো রেস্ট্রিক্টরঃ পানির প্রবাহকে সঠিক ভাবে নিয়ন্ত্রন করার জন্য আরও (RO) ড্রেন লাইন টিউবে একটি ফ্লো রেস্ট্রিক্টর আছে।
  9. কলঃ রিভার্স অসমোসিস ওয়াটার পিউরিফাইয়ারের একটি নিজস্ব পানির কল থাকে যেদিক দিয়ে বিশুদ্ধ পানি বের হয়।
  10. ড্রেন লাইনঃ দূষিত পদার্থ এবং পানি এই পথ দিয়ে বের হয়ে আসে।

রিভার্স অসমোসিস ওয়াটার পিউরিফাইয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়া। এটি আইএসও ৯০০১:২০০৮ সনদপ্রাপ্ত একটি সিস্টেম। সুতরাং সম্পূর্ণ নিশ্চিতভাবেই আপনি এই পানি বিশুদ্ধ করার প্রক্রিয়াটি গ্রহণ করতে পারেন। বাংলাদেশেও বর্তমানে রিভার্স অসমোসিস ওয়াটার পিউরিফাইয়ার পাওয়া যাচ্ছে। RO পানির ফিল্টারের দাম দেখতে এখানে ক্লিক করুন।

 

রিভার্স অসমোসিস পানির ফিল্টারের সুবিধা অসুবিধা

রিভার্স অসমোসিস (RO) ওয়াটার পিউরিফাইয়ার বর্তমানে পানি বিশুদ্ধকরণের একটি জনপ্রিয় পদ্ধতি। এটি পানি থেকে বিভিন্ন ধরনের দূষণকারী পদার্থ, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, খনিজ লবণ, এবং অন্যান্য ক্ষতিকর উপাদান দূর করে। তবে, এর সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও রয়েছে।

সুবিধা

  • RO পিউরিফাইয়ার পানি থেকে প্রায় সব ধরনের দূষণকারী পদার্থ দূর করে ফলে পানির সর্বচ্চ বিশুদ্ধতা নিশ্চিত করে।
  • এই ফিল্টারের সাহায্য পানি বিশুদ্ধ করলে পানিতে থাকা সকল দূষিত ও ক্ষতিকারক পদার্থ অপসারিত হয় বিধায় পানির নির্দিষ্ট কোন স্বাদ থাকে না। 
  • বিশুদ্ধ পানি পান করা প্রত্যেকের স্বাস্থ্যের জন্য উপকারী। এটি শরীরের বিভিন্ন ধরনের রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। 
  • রিভার্স অসমোসিস ওয়াটার পিউরিফাইয়ারের ব্যবহার করা খুব সহজ। ছোট থেকে বড় সবাই এই পানি বিশুদ্ধকরণ মেশিন ব্যবহার করতে পারবে।    
  • ভালো মানের RO পিউরিফাইয়ার মেশিন দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করা যায়।

অসুবিধা

  • রিভার্স অসমোসিস ওয়াটার পিউরিফাইয়ার  প্রক্রিয়ায় পানি বিশুদ্ধ করতে গেলে অনেক পানির অপচয় হয়। পানিতে যদি দূষিত পদার্থের পরিমান বেশি থাকে তাহলে পানি বেশি পরিমানে বর্জ্য হিসেবে বেড়িয়ে যাবে।
  • যেহেতু RO ফিল্টারের মাধ্যমে পানি বিশুদ্ধ করলে পানিতে থাকা সকল উপাদান বা খনিজ পদার্থ দূর করে ফলে কিছু কিছু মানুষের শরীরের উপরে সামান্য ঘাটতি দেখা দিতে পারে। 
  • এই ধরনের পানি বিশুদ্ধকরণ মেশিনের দাম অন্যনায় মেশিনের দামের চেয়ে কিছুটা বেশি হয়ে থাকে। ত্রুটি দেখা দিলে এর মেরামত খরচও বেশি হতে পারে।
  • এই পিউরিফাইয়ার মেশিন চালাতে বিদ্যুৎ এর প্রয়োজন পরে এতেকরে বিদ্যুৎও খরচ হয়।

 

কখন RO পিউরিফায়ার ব্যবহার করা উচিত?

  • বিশেষ করে যে সকল এলাকায় পানির গুণগত মান খুব খারাপ কিংবা পানিতে দূষণকারী পদার্থের অনুপাত বেশি থাকে সে সকল স্থানে রিভার্স অসমোসিস ওয়াটার পিউরিফাইয়ার মেশিন ব্যবহার করা উচিৎ। 
  • পরিবারের মধ্যে কোন ব্যক্তি আছে যাদের সরাসরি খাবার পানিতে সমস্যা দেখা দেয় এমন পরিবারের জন্য রিভার্স অসমোসিস পানির ফিল্টার ব্যবহার করা উচিৎ। 
  • প্রত্যেক মানুষের জন্যই বিশুদ্ধ পানি পান করা টা জরুরী। বিশেষ করে শিশু এবং বয়স্কদের জন্য বিশুদ্ধ খাবার পানি নিশ্চিত করা জরুরী।  এর জন্য রিভার্স অসমোসিস ওয়াটার পিউরিফাইয়ার ব্যবহার করা যেতে পারে। 

সতর্কতা

পানি বিশুদ্ধকরণের জন্য RO পিউরিফায়ার একটি ভালো পদ্ধতি। তবে এটি সবার জন্য উপযুক্ত নাও হতে পারে। পিউরিফায়ার কেনার আগে আপনার এলাকার পানির গুণগত মান এবং আপনার নিজের চাহিদা বিবেচনা করা উচিত। RO পিউরিফায়ার ব্যবহার করলেও পানিতে কিছু পরিমাণ খনিজ পদার্থের অভাব থাকতে পারে তাই এই ঘাটতি পূরনের জন্য সুষঠু খাদ্য গ্রহণ করতে হবে। 

এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: December 09, 2024
Reviews (0) Write a Review