চায়নার পাওয়ারভিশন কোম্পানি একটি অনন্য ড্রোন তৈরি করেছে যা দেখতে ডিমের মতো। ডিম্বাকৃতির ড্রোনটির নাম পাওয়ারএগ ড্রোন। মূলত হাই ডেফিনিশন ভিডিও শুটিঙের জন্য ডিম্বাকার ড্রোনটি তৈরি করা হয়েছে। ডিম্বাকৃতির বেজ থেকে প্রোপেলার সম্প্রসারিত হওয়ার পর ড্রোনটি ২৩ মিনিট পর্যন্ত উড়তে পারে। ডিভাইসটির পরিসর ৩.১ মাইল। ডিম্বাকৃতির ড্রোনটির তলদেশে রয়েছে একটি ৩-অক্ষ গিম্বালসহ ৪কে ক্যামেরা যা দ্বারা ড্রোনটি প্যানারোমিক ও স্থিতিশীল এইচডি ভিডিও ধারন করতে পারে। অ্যান্ড্রয়েড বা আইওএস ব্যবহার করে ড্রোনটিকে নিয়ন্ত্রণ করা যায়। ড্রোনটিকে বিভিন্ন ধরনের কমান্ড দেয়া যায় যেমন ফলো মে, অরবিট ও সেলফি মোড। আধুনিক লুক ডিভাইসটিকে অন্যান্য ড্রোনের তুলনায় আকর্ষণীয় করে তুলেছে। অক্টোবর মাসে ডিম্বাকৃতির ড্রোনটি ১২৮৮ ডলার মূল্যে বাজারে পাওয়া যাবে।
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: August 29, 2016