কানাডিয়ান কোম্পানি Kobo বাজারে নিয়ে এসেছে Kobo Aura One নামক একটি ওয়াটারপ্রুফ রিডার। ই-রিডারটিতে আছে ৭.৮ ইঞ্চি বড় স্ক্রীন এবং ৩০০ ডিপিআই রেজোলিউশান। ই-ইঙ্ক স্ক্রীনগুলোর মধ্যে এই হাই রেজোলিউশান ই-রিডারটির স্ক্রীন অন্যতম। কবো অউরা ওয়ান রিডারটি খুবই পাতলা। এতে আছে ৮ জিবি মেমোরি, কম্ফোরটলাইট প্রো ফ্রন্ট লাইটিং টেকনোলজি, ওয়াই-ফাই, মাইক্রো ইউএসবি স্লট ও ২৩০ গ্রাম ওজন । প্রাথমিক পর্যায়ে ডিভাইসটির ব্যাটারি টানা ১ মাস চার্জ সংরক্ষণ করতে পারে। ই-রিডারটি ১৪ ধরনের ফাইল ফরম্যাট সাপোর্ট করে। রিডারটির নিজস্ব ই-বুক স্টোর রয়েছে। বর্তমানে ই-রিডারটি বাজারে ২২৯ ডলার মূল্যে পাওয়া যাচ্ছে।
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: August 21, 2016