bdstall.com

সহজাত বুদ্ধিসম্পন্ন রোবট কুকুর

৮ বছর বা তার বেশি বয়সের বাচ্চাদের জন্য WowWee কোম্পানি বাজারে নিয়ে এসেছে CHip নামক একটি রোবট কুকুর। এই চিপ রোবট কুকুরটির আছে কিছু সহজাত বুদ্ধিমত্তা ও ব্যক্তিত্ব। রোবটটি দেখতে কুকুরছানার মতো। এর কান এবং লেজ নমনীয় রাবার দ্বারা তৈরি। রোবট কুকুরটি মাথা ও পা নাড়াতে পারে। মেকানুম হুইলের কারণে রোবটটি অত্যন্ত দ্রুত গতিতে যেকোনো দিকে যেতে পারে। এটি মূলত একটি ইনডোর রোবট। প্রাথমিকভাবে চিপের কোনও ধরনের সেট-আপের প্রয়োজন নেই। একটি অ্যাপ ব্যবহারের মাধ্যমে রোবটটিকে কমান্ড দেয়া যায়। তাছাড়া “হেই চিপ” বলার মাধ্যমে কুকুরটির দৃষ্টি আকর্ষণ করা যায়। রোবট কুকুরটির চোখগুলো ৩টি কার্ভড্‌ এলইডি লাইট দ্বারা তৈরি। এই রোবটটি নিজে নিজেই চারজিং বেস খুজে বের করতে পারে। চার্জ দেয়া অবস্থায় এর চোখগুলো লাল হয়ে যায়। চার্জ দেয়া শেষ হয়ে গেলে কুকুরটি ঘেও ঘেও করে ও নির্দেশনার জন্য অপেক্ষা করে। রোবটটির সাথে পাওয়া যায় একটি ব্লুটুথ ভিত্তিক স্মার্টব্যান্ড যা দ্বারা রোবটটির সাথে যোগাযোগ করা যায়। ব্যান্ড ব্যবহারের মাধ্যমে কুকুরটিকে বিশেষভাবে তৈরি একটি বল খেলার জন্য নির্দেশ দেয়া যায়। রোবট কুকুরটি যাতে ব্যান্ড ব্যবহারকারীকে অনুসরণ করে সেই ব্যবস্থাও করা যায়। রোবটটি কুকুরের মতো বিভিন্ন ধরনের শব্দ করতে পারে। রোবট কুকুরটির মাথায় রয়েছে টাচ সেন্সর। এই সেন্সরটি টাচ করলে কুকুরটি বিভিন্ন ধরনের অভিব্যক্তি প্রকাশ করে থাকে। এই বিশেষ বৈশিষ্ট্য রোবটটি কুকুরটিকে অনেকটা প্রাণবন্ত করে তোলে। এই রবোট কুকুরটি মাত্র ১৯৯ ডলার মূল্যে বাজারে পাওয়া যাচ্ছে।   

এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: August 17, 2016
Reviews (0) Write a Review