Huawei কোম্পানি সাশ্রয়ী মূল্যে বাজারে নিয়ে আসছে দি অনার ৮ নামক একটি ডুয়েল-ক্যামেরা স্মার্টফোন। এই ডুয়েল-ক্যামেরা স্মার্টফোনটিতে আছে ৫.২ ইঞ্চি ফুল এইচডি এলসিডি স্ক্রীন, কিরিং ৯৫০ চিপ, ৪ জিবি র্যাম, ৩২ / ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ অ্যান্ড একটি ৩০০০ মাহ্ ব্যাটারি। একটি মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এই ডুয়েল ক্যামেরার স্মার্টফোনটির মেমোরি বাড়ানো যায়। এতে আছে একটি ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং দুটি ১২ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা যার একটি কালার ও আরেকটি মনোক্রম ফটোর জন্য ব্যবহৃত হয়ে থাকে। ক্যামেরা দুটি সম্মিলিতভাবে শার্প ছবি ধারন করতে পারে। মোবাইলটিতে আরও আছে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ইউএসবি টাইপ ৩ জ্যাক ও একটি হেডফোন। মোবাইলটি মোট ৩টি কালারে(কালো, সাদা ও নীল) আমেরিকার বাজারে এসেছে। ডুয়েল-ক্যামেরা মোবাইলটির বর্তমান মূল্য মাত্র ৩৯৯ ডলার(৩২জিবি) / ৪৪৯ ডলার(৬৪জিবি)।
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: August 17, 2016