bdstall.com

ই-সিগারেট

ইলেক্ট্রনিক সিগারেট বা ই-সিগারেট একধরনের ইলেকট্রিক ডিভাইস যা ধূমপায়ীদের ধূমপানের মতই সুবিধা দিয়ে থাকে। অনেকে সাধারন সিগারেট থেকে বিরত থাকতে এই ই-সিগারেট ব্যবহার করে থাকেন। এই ডিভাইসটির প্রস্ততকারকদের বক্তব্য অনুযায়ী এতে নিকোটিন খুবই অল্প পরিমানে থাকে যেখানে একটি সাধারন সিগারেটে তামাকে অনেক বেশি নিকোটিন এবং অন্যান্য ক্ষতিকর উপাদান বিদ্যমান। এই ইলেক্ট্রনিক সিগারেট একটি ব্যাটারি থাকে যা নিকোটিনকে গরম করে ধোয়ার সৃষ্টি করে। একবার ব্যাটারির চার্জ শেষ হয়ে গেলে তা আবার রিচার্জ করে নিতে হয়। এই ই-সিগারেটের তরল পদার্থে চার ধরণের উপাদান থাকে। প্রোপাইলিন গ্লাইকল, গ্লিসারিন, ফ্লেভার এবং নিকোটিন। সাধারণত যারা খুব বেশি ধূমপান করেন তাদের এই অতিরিক্ত ধূমপানের মাত্রা কমানোর জন্য ইলেক্ট্রনিক সিগারেট ব্যবহৃত হয়ে থাকে। তবে এই ইলেক্ট্রনিক সিগারেটের শুধুই ভালো দিক নেই। শরীরের অনেক রকম ক্ষতিও করে এই সিগারেট।কিন্তু আসল সিগারেটের থেকে এই ইলেক্ট্রনিক সিগারেটে  ক্ষতির সম্ভাবনা একটু কমই বলা চলে।

 

বাংলাদেশেও বর্তমানে বিভিন্ন মানের ই-সিগারেট পাওয়া যাচ্ছে। কেনার আগে এখানে দাম দেখে নিতে পারেন

এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: August 10, 2016
Reviews (0) Write a Review