bdstall.com

অ্যামাজনের ভয়েস কমান্ড ভিডিও ডিভাইস

অ্যামাজন এলেক্সা বাজারে নিয়ে এসেছে নিউক্লিয়াস নামক একটি টাচস্ক্রীন ভিডিও ডিভাইস। ডিভাইসটি দেখতে ৯ ইঞ্চি বাই ৭ ইঞ্চি ট্যাবলেটের মতো। ভিডিও ডিভাইসটিতে আছে এমবেডেড ক্যামেরা। অ্যাপের মাধ্যমে এই ক্যামেরার সাথে সংযোগ স্থাপন করা যায় এবং নিইক্লিয়াস ডিভাইস আছে এমন যেকোনো রুম থেকে যোগাযোগ করা যায়। ডিভাইসটির অনন্য বৈশিষ্ট্য হচ্ছে এর ভয়েস কমান্ড। কল করা অবস্থায় ভিডিও ডিভাইসটির এলেক্সা ফিচার ডিজেবল থাকে। কল শেষ হলে ফিচারটি অটোমেটিক আবার চালু হয়ে যায়। ভিডিও ডিভাইসটিতে কমান্ড দিলে এক ধরনের মসৃণ তরঙ্গ স্ক্রীনে দেখা যায়। তরঙ্গ দ্বারা বোঝা যায় যে নিউক্লিয়াস কমান্ড বুঝতে পেরেছে এবং প্রসেস করছে। ডিভাইসটির নিচে ডানে হালকা নীল রঙের রিং আইকন দ্বারা বোঝা যাবে যে এলেক্সা যেকোনো মুহূর্তে কমান্ডের উত্তর দিবে। নিউক্লিয়াসের মাধ্যমে ভিডিও চ্যাট করা খুবই সহজ। শুধুমাত্র প্লাগ অ্যান্ড প্লে সিস্টেমই ডিভাইসটি ব্যবহারের জন্য যথেষ্ট। এর ওজন ২.১ পাউন্ড। ভিডিও ডিভাইসটির বর্তমান মূল্য ২৪৯ ডলার। দুই বা তার বেশি ডিভাইস একত্রে কিনলে প্রতিটি ডিভাইসের দাম পরে মাত্র ১৯৯ ডলার।

এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: August 07, 2016
Reviews (0) Write a Review