bdstall.com

আইরোবট ব্রাভা জেট ক্লিনিং রোবট

ঘরের মেঝে এবং আসবাবপত্র পরিষ্কারের জন্য বাজারে এসেছে আইরোবট ব্রাভা জেট নামক একটি রোবট। বর্গাকৃতির ক্লিনিং রোবটটি আকারে অনেক ছোট এবং সাদা প্লাস্টিক দিয়ে তৈরি। পরিষ্কার করার জন্য ক্লিনিং রোবটটি কলের পানি এবং বিশেষভাবে ডিজাইন করা ক্লিনিং প্যাডের উপর নির্ভরশীল। মেঝে পরিষ্কারের আগে ক্লিনিং প্যাডটি রোবটটির নিচে স্লাইড করে ঢুকিয়ে দিতে হয় এবং কাজ শেষে বের করে নিতে হয়। ক্লিনিং রোবটটি প্রথমে মেঝেতে পানি দেয় তারপর একটি সলিউশন-ইম্প্রেগনেটেড প্যাডের মাধ্যমে তা পরিষ্কার করে। প্যাডে অবস্থিত কোড নির্ণয়ের মাধ্যমে রোবটটি বিভিন্ন কাজ করতে পারে। এতে আছে একটি রিমুভেবল চার্জিং ব্যাটারি। আইরোবট অ্যাপ ইন্সটলের মাধ্যমে ক্লিনিং রোবটটিকে নিয়ন্ত্রণ করা যায়। শুধুমাত্র ব্লুটুথ ব্যবহারের মাধ্যমে রোবটটির সাথে সংযোগ স্থাপন করা যায়। ক্লিনিং রোবটটিকে ব্যবহারের সব চেয়ে ভালো উপায় হোলো ডিভাইসটিকে রুমের বাঁ প্রান্তের কোণায় রেখে দিয়ে ফিজিকাল ক্লিন বাটনে ক্লিক করা। তাহলে রোবটটি স্বয়ংক্রিয়ভাবে পরিষ্কার করা শুরু করবে। ক্লিনিং রোবটটি ২০০ স্কোয়ার ফিট দূরত্ব পর্যন্ত পরিষ্কার করতে পারে। শুধুমাত্র ওয়াটার ট্যাঙ্ক রিফিল ও ক্লিনিং প্যাড বদলানোর জন্য এটি কাজের মাঝে বিরতি নেয়। ওডোমেটরি ব্যবহারের মাধ্যমে ক্লিনিং রোবটটি লোকেশান শনাক্ত করতে পারে। আইরোবট ব্রাভা জেট মাত্র ১৯৯ ডলার মূল্যে বাজারে পাওয়া যাচ্ছে।

এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: August 07, 2016
Reviews (0) Write a Review