গবেষণায় দেখা গিয়েছে যে মিউজিক মানুষকে ভালোমতো ঘুমাতে সাহায্য করে। বর্তমানে বাজারে এসেছে জিক নামক একটি বালিশ যা মৃদু সঙ্গীত প্রবাহের মাধ্যমে ব্যবহারকারীকে ঘুমাতে সাহায্য করে। বালিশটির ভিতর থেকে আসা ধ্বনি এতই মৃদু যে ব্যবহারকারী ব্যতীত অন্য কেও তা শুনতে পায়না। বালিশটিতে ওয়ারলেস স্পিকারের মাধ্যমে মিউজিক চালানো যায় এবং কম্প্যানিয়ন অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। তাছাড়াও এর মাধ্যমে ঘুমের প্যাটার্ন ট্র্যাক ও অপটিমাইজ করা যায়। ১৪৯ ডলার মূল্যে বালিশটি বাজারে পাওয়া যাচ্ছে।
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: August 06, 2016