ডাইসন কোম্পানি বাজারে নিয়ে আসছে একটি অটোনোমাস রবোটিক ভ্যাকুম যার নাম ডাইসন ৩৬০ আই। ক্লিনিং রোবটটির ব্যাস ৪.৭ ইঞ্চি। এর উজ্জ্বল প্লাস্টিক বডির ভিতরে রয়েছে ট্যাঙ্কের মতো এক জোড়া ট্রিড যা রোবটটিকে ২০ মিলিমিটার উচ্চতা পর্যন্ত বাধা অতিক্রম করে চলতে সাহায্য করে। ক্লিনিং রোবটটির ডিজিটাল মোটর মিনিটে ৭২,০০০ বার আবর্তিত হতে পারে এবং ২০ ওয়াটের বাতাস তৈরির মাধ্যমে ময়লা শোষণ করতে পারে। ডিভাইসটির একেবারে উপরে রয়েছে ইপোনোমাস আই। মূলত এটি হচ্ছে একটি সাদাকালো লো রেজোলিউশানের ৩৬০ ডিগ্রী ক্যামেরা যা রোবটটিকে প্যারানমিক দৃশ্য দেখতে সাহায্য করে। ক্লিনিং রোবটটির একটি চার্জিং স্টেশন আছে। আকর্ষণীয় রোবটটি ৪৫ মিনিট ধরে পরিষ্কার করার কাজটি করতে পারে। তারপর চার্জ শেষ হওয়ার আগেই অটোমেটিক স্টেশনে ফিরে যায়। চার্জ হলে তারপর পুনরায় আবার কাজে ফিরে যায়। অসাধারণ রোবটটির রুম বিন্যাস সম্পর্কে ধারণা আছে। রোবটটিকে ওয়াই-ফাই এর মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। ঘর পরিষ্কারের জন্য এই অটোমেটেড ক্লিনিং রোবটটি অসাধারণ।
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: August 06, 2016