bdstall.com

ওপেন সোর্স ওয়ারলেস প্ল্যাটফর্ম

বিশ্বের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সুবিধা প্রদানের জন্য বর্তমানে ফেসবুক কোম্পানি প্রচণ্ডভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। উন্নত পৃথিবীর অধিকাংশই ফেসবুকের অন্তর্ভুক্ত। অতএব কম উন্নত ও দূরবর্তী অঞ্চলগুলোকেও নিজস্ব আওতায় আনার জন্য ফেসবুক কাজ করে যাচ্ছে। কিন্তু এটি ততোক্ষণ পর্যন্ত সম্ভব নয় যতক্ষণ না ওইসব অঞ্চলে ইন্টারনেট সংযোগ পৌঁছায়। এই ধারণার উপর ভিত্তি করে ফেসবুক একটি ওপেন সোর্স ওয়ারলেস প্ল্যাটফর্ম তৈরি করছে যার নাম ওপেনসেলুলার। ওপেনসেলুলার হচ্ছে একটি সফটওয়্যার ও হার্ডওয়্যার প্ল্যাটফর্ম যা ২জি, এলটিই এবং ওয়াই-ফাইসহ বিভিন্ন ধরনের ওয়ারলেস নেটওয়ার্ক সাপোর্ট করে। এটি একটি মডুলার ডিভাইস। মানে হচ্ছে ডিভাইসটিকে ভবিষ্যতে মান অনুযায়ী আপগ্রেড করা যাবে। ডিভাইসটি ইন্সটল করা খুবই সহজ। তাছাড়া এই নেটওয়ার্ক ডিভাইসটি চরম আবহাওয়াতেও বলিষ্ঠভাবে কার্যসম্পাদন করতে পারে। এটি দেখতে অনেকটা জুতার বাক্সের মতো। ওয়ারলেস নেটওয়ার্ক ডিভাইসটি ১০ কিলোমিটার পর্যন্ত মোট ১৫০০ জন ব্যবহারকারীকে নেটওয়ার্ক সাপোর্ট দিতে পারে। বর্তমানে ফেসবুক কোম্পানি ডিভাইসটির সফটওয়্যার উন্নত করার চেষ্টা করছে।     

এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: August 06, 2016
Reviews (0) Write a Review