bdstall.com

আলট্রা থিন স্মার্টফোন মোটো যি

বাজারে আসছে নতুন Moto Z স্মার্টফোন। মোবাইলটিতে আছে ৫.৫ ইঞ্চি কুয়াড এইচডি রেজোলিউশান এএমওএলইডি স্ক্রীন যা মোবাইলটিকে অন্যান্য মোবাইলের তুলনায় আকর্ষণীয় করে তোলে। মোবাইলটিতে আরও আছে কুয়ালকম স্ন্যাপড্রাগন ৮২০ প্রসেসর, ৪ জিবি র‍্যাম, অ্যান্ড্রয়েড ৬.০.১ মারশ্‌মেলো অপারেটিং সিস্টেম, ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ, ১৩ মেগাপিক্সেল ব্যাক এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মোবাইলটির মেমোরি ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যায়। স্ন্যাপচ্যাট ও থ্রিডি গেমিং উভয়ই মোবাইলটিতে পরিচালনা করা যায়। মোবাইলটির বিশেষত্ব হচ্ছে ওয়াটার রিপিলেনট ন্যানো কোটিং। স্ক্রীনের নিচে আছে একটি ফাস্ট রেস্পন্সিভ ফিঙ্গারপ্রিন্ট রিডার এবং ইউএসবি টাইপ-সি পোর্ট। মোটো যি একটি আলট্রা থিন স্মার্টফোন। তাছাড়া মোবাইলটিতে আছে ২৬০০ মাহ ব্যাটারি। মোবাইলটি খুব দ্রুত চার্জ হয়। মডিউলার ডিজাইনের মোবাইলটি খুব শীঘ্রই ৬২৪ ডলার মূল্যে বাজারে পাওয়া যাবে।

এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: August 06, 2016
Reviews (0) Write a Review