সম্প্রতি Kickstarter প্রজেক্ট হিসেবে একটি স্পোকবিহীন সাইকেল তৈরি করা হয়েছে। সাইকেলটির নাম সাইক্লোট্রন। স্পোকবিহীন সাইকেলটি খুবই হালকা কার্বন ফাইবার দিয়ে তৈরি। স্পোকবিহীন চাকায় নীল এলইডি ট্রিম থাকায় সাইকেলটিকে দেখতে সায়েন্স ফিকশন মুভির ডিজিটাল সাইকেলগুলোর মতো লাগে। স্পোকের বদলে সাইকেলটি ইউটিলিটি স্লট প্রদান করে। একটি ইন্টারনাল ১৮-স্পীড ই-গিয়ার বক্স অথবা এনক্যাপসুলেটেড চেইনলেস ড্রাইভ ট্রেনের মাধ্যমে স্পোকবিহীন সাইকেলটি আংশিকভাবে নিয়ন্ত্রণ করা যায়। সেলফ-চার্জিং লিথিয়াম-আয়ন ব্যাটারি দ্বারা এলইডি লাইটগুলো পরিচালিত। শক্তিশালী ব্যাটারিগুলো ৮ ঘণ্টা স্থায়ী থাকে। তাছাড়া স্পোকবিহীন সাইকেলটির এয়ারলেস টায়ারগুলোর স্থায়িত্ব ৬০০০ মাইলেরও বেশি হয়ে থাকে এবং টায়ারগুলো পরিবর্তনযোগ্য। একটি অ্যাপ ব্যবহারের মাধ্যমে সাইকেলটিকে লোকেট করা ও এর ট্রিপ রেকর্ড করা যায়। তাছাড়াও অ্যাপটি ব্যবহারকারীকে সাইকেলের লো-ব্যাটারি সম্পর্কে অবহিত করে। স্পোকবিহীন সাইকেলটি বর্তমানে ১,৭০০ ডলার মূল্যে বাজারে পাওয়া যাচ্ছে।
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: August 06, 2016