Alcatel বাজারে নিয়ে আসছে আইডল ৪এস স্মার্টফোন। গ্লাস ও মেটালের সমন্বয়ে মোবাইলটি তৈরা করা হয়েছে। এতে আছে অ্যান্ড্রয়েড ৬.০.১, ৫.৫ ইঞ্চি কুয়াড এইচডি এএমওএলইডি কার্ভ ডিসপ্লে, কুয়ালকম স্ন্যাপড্রাগন ৬৫২ ওকটা-কোর প্রসেসর, ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ, ডুয়েল সিম কার্ড স্লট, ৩ জিবি র্যাম, ১৬ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৪কে ভিডিও রেকর্ডিং এবং ৩০০০ মাহ ব্যাটারি। ডিভাইসটির বিশেষত্ব হচ্ছে ভার্চুয়াল রিয়্যালিটি এক্সপেরিয়েন্স। মোবাইলটির সাথে পাওয়া যাবে একটি ভিআর হেডসেট। মোবাইলটির উপরে ও নিচে ২টি ফ্রন্ট ফেসিং ৩.৬ ওয়াট যেবিএল স্পিকার ও পিছনে একটি টাচ-সেনসিটিভ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। মোবাইলটি খুব শীঘ্রই ৩৯৯ ডলার মূল্যে বাজারে পাওয়া যাবে।
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: July 16, 2016