প্রসথেসিস টেকনোলজি ব্যবহার করে একটি বিশেষ ধরনের রোবট তৈরি করা হয়েছে। রোবটটির নাম LUKE। রোবটটি দেখতে মানুষের হাতের মতো। রোবটটি নেক্সট জেনারেশন প্রসথেসিস টেকনোলজির একটি অনন্য উদাহরণ। ক্যাবল ভিত্তিক সিস্টেমের বদলে লুক রোবট কাঁধ, কনুই ও হাতের জয়েন্টে মোটর ব্যবহার করে। এই রোবট হাতটি পরিধানকারীকে অপেক্ষাকৃত ভারী জিনিস উত্তোলন করতে ও সূক্ষ্ম কাজ সহজেই পরিচালনা করতে সাহায্য করে। রোবটটিতে আছে টু ওয়ে কমিউনিকেশন সিস্টেম। ইলেকট্রোডস্ পরিধানকারীকে হাত নড়াচড়ার মাধ্যমে লুক হাতটি কার্যকর করাতে সাহায্য করে এবং ডিভাইসটি একটি গ্রিপ-ফোরস্ সেন্সরের মাধ্যমে ব্যবহারকারীকে স্বয়ংক্রিয়ভাবে মানসিক প্রতিক্রিয়া পাঠায়। রোবটটিকে অনেকে মাইন্ড কন্ট্রোলড্ ডিভাইস হিসেবেও অবিহিত করে থাকে। খুব শীঘ্রই লুক রোবট হাতটি বাজারে পাওয়া যাবে।
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: July 12, 2016