bdstall.com

আসুসের শক্তিশালী স্মার্টফোন যেনফোন ৩ ডিলাক্স

আসুস কোম্পানি বাজারে নিয়ে আসছে নতুন ZenFone 3 Deluxe মোবাইল যা শক্তিশালী স্মার্টফোন হিসেবে প্রতিষ্ঠিত হতে সক্ষম। এনগ্যাজেটের তথ্য অনুসারে যেনফোন ৩ ডিলাক্স হচ্ছে সর্বপ্রথম স্মার্টফোন যা কুয়ালকমের নতুন চিপসেট স্ন্যাপড্রাগন ৮২১ ব্যবহার করছে। আসুস যেনফোন ৩ ডিলাক্সে আছে ২.৪ গিগাহার্টজ গতি, অ্যাড্রিনো ৫৩০ গ্রাফিক্স, ৬ জিবি র‍্যাম, ২৫৬ জিবি ইন্টারনাল মেমোরি, ২৩ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ৫.৭ ইঞ্চি ১০৮০পি সুপার এএমওএলইডি স্ক্রীন এবং ৩০০০ মাহ্‌ ব্যাটারি। তাছাড়াও এই আসুস মোবাইলে আছে মাইক্রোএসডি কার্ড স্লট, ডুয়েল সিম সাপোর্ট, কুইক চার্জ ৩.০ টেকনোলজি, লেজার অটোফোকাস, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও একটি অদৃশ্য অ্যান্টেনা। মোবাইলটি পুরোপুরি মেটাল দ্বারা তৈরি। আসুস যেনফোন ৩ ডিলাক্স আগস্ট মাসে ৭৮০ ডলার মূল্যে বাজারে পাওয়া যাবে।

এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: July 12, 2016
Reviews (0) Write a Review