স্যামসাঙ কোম্পানি বাজারে নিয়ে এসেছে গিয়ার ৩৬০ নামক একটি ক্যামেরা। ক্যামেরাটি ৩৬০ ডিগ্রী ছবি ও ভিডিও ধারন করতে পারে। এই ৩৬০ ডিগ্রী ক্যামেরাটি দেখতে অক্ষিগোলকের মতো। ৩৬০ ডিগ্রী ভিডিও ধারনের জন্য ডিভাইসটিতে আছে ২টি ফিশআই লেন্স। লেন্সগুলোর ইমেজ সেন্সর ১৫ মেগাপিক্সেল। ধারণকৃত ৩৬০ ডিগ্রী ভিডিও স্যামসাঙ ভার্চুয়াল রিয়্যালিটি হেডসেট ব্যবহারের মাধ্যমে দেখা যায়। স্যামসাঙের বিভিন্ন স্মার্টফোনেও ধারণকৃত এই ভিডিও দেখা যায়। স্যামসাঙ গিয়ার ৩৬০ এর মূল্য ৪৯৯ ডলার। ডিভাইসটি সাউথ কোরিয়া, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়াতে সহজলভ্য।
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: July 10, 2016