bdstall.com

৩ থেকে ৮ বছরের বাচ্চাদের জন্য আইকন ভিত্তিক ঘড়ি

৩ থেকে ৮ বছরের বাচ্চাদের জন্য খুব শিঘ্রী বাজারে আসছে অক্টোপাস নামক একটি আইকন ভিত্তিক হাত ঘড়ি। গবেষণায় দেখা গিয়েছে যে ৮ বছর বয়সের কম বাচ্চাদের সময় সংক্রান্ত ধারণা থাকেনা। এই ঘড়িটি বিভিন্ন আইকন প্রদর্শনের মাধ্যমে বাচ্চাদের সময় সম্পর্কে ধারণা দিবে। ঘড়িটিতে কোন সময়ে কোন আইকন প্রদর্শন করবে তা ঠিক করে দেয়া যায়। নির্দিষ্ট কাজ সংশ্লিষ্ট আইকন দেখে বাচ্চারা সময় সম্পর্কে ধারণা পাবে। তাছাড়াও আইকন ভিত্তিক ঘড়িটি বাচ্চা ও বাবা-মাকে প্রয়োজনীয় টিপস প্রদান করে। এটি রিমাইন্ডার হিসেবেও কাজ করে। আইওএস বা অ্যান্ড্রয়েড অ্যাপের সাহায্যে ঘড়িটি নিয়ন্ত্রণ করা যায়। এতে আছে কাস্টোমাইজেবল বয়স ভিত্তিক টেমপ্লেট ও অপশনাল গেমিফিকেশন ফিচার যার সাহায্যে ব্যাজ আনলক করা যায়। ব্লুটুথের মাধ্যমে আইকন ভিত্তিক ঘড়িটির সাথে সংযোগ স্থাপন করা যায়। ডিডিভাইসটিতে মোট ৬০০ আইকন স্টোর করা আছে। আইকন ভিত্তিক ঘড়িটিতে আরও আছে ওএলইডি ডিসপ্লে, ইউএসবি চার্জিং ক্যাবল ও ওয়াল প্লাগ। এর ব্যাটারি টানা ৯৬ ঘণ্টা পর্যন্ত বেকাপ দিতে পারে। তাছাড়াও ঘড়িটির বিশেষত্ব হচ্ছে এটি ওয়াটারপ্রুফ। আগামী নভেম্বরে মোট ৪টি রঙে আইকন ভিত্তিক ঘড়িটি বাজারে পাওয়া যাবে।  

এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: June 27, 2016
Reviews (0) Write a Review