bdstall.com

বোন-কন্ডাকশন হেডফোন সানগ্লাস

বোন-কন্ডাকশন হেডফোন করোটিতে শব্দ স্পন্দিত করার মাধ্যমে কাজ করে। Zungle নামক কোম্পানি সানগ্লাসের সাথে ভাইব্রেটিং অডিও টেকনোলজি সংযুক্ত করেছে। এই বোন-কন্ডাকশন হেডফোনটির নাম দি প্যানথার শেড। বোন-কন্ডাকশন স্পিকারটি ভাইব্রেশন দ্বারা শব্দ ত্বরান্বিত করে। ফিটনেস বাফের জন্য হেডফোনটি খুবই কার্যকরী কারণ নরমাল হেডফোনের মতো এটি ব্যবহারকারীর কান আবৃত করে রাখেনা। ব্যবহারকারী রানিং এর সময় আশেপাশের শব্দ টের পাবে। দি প্যানথার শেড বোন-কন্ডাকশন হেডফোনটি ব্লুটুথের মাধ্যমে স্মার্টফোনের সাথে সংযুক্ত করা যায়। হেডফোনটির ডান কানের জগ ডায়াল দ্বারা মিউজিক প্লেব্যাক নিয়ন্ত্রণ করা যায়। তাছাড়াও কল ধরার জন্য এতে আছে একটি বিল্ট-ইন মাইক্রোফোন। হেডফোনটির ৩০০ মাহ ব্যাটারি টানা ৪ ঘণ্টা পর্যন্ত বেকাপ দিতে পারে। মাইক্রোইউএসবি পোর্ট দ্বারা এটি চার্জ দেয়া যায়। এই বোন-কন্ডাকশন হেডফোনটির বিশিষ্টতা হচ্ছে এর বিনিময়যোগ্য লেন্স। এতে আছে ৭টি বিশেষ ধরনের ইউভি৪০০ লেন্স প্রতিস্থাপন ব্যবস্থা। বর্তমানে দি প্যানথার শেডের মূল্য ১৫০ ডলার।    

এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: June 23, 2016
Reviews (0) Write a Review