বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে গুগোলের নোভেল থ্রিডি-স্ক্যানিং টেকনোলজিযুক্ত স্মার্টফোন। লেনোভো কোম্পানি প্রথমবারের মতো ফ্যাব২ প্রো নামক ফ্ল্যাগশিপ প্রজেক্ট ট্যাংগো স্মার্টফোন বাজারে এনেছে। প্রজেক্ট ট্যাংগোর বিশেষত্ব হচ্ছে কম্পিউটার ভিশন ও থ্রিডি সেন্সিং অ্যাবিলিটি স্মার্টফোন এবং ট্যাবলেটে ব্যবহার্য করা। ফ্যাব২ প্রো ফ্ল্যাগশিপ স্মার্টফোনে আছে ৬.৪ ইঞ্চি কুয়াড এইচডি ডিসপ্লে। অগমেনটেড-রিয়ালিটি যাচাইয়ের জন্য এরকম বড় স্ক্রীন অপরিহার্য। এই ট্যাংগো স্মার্টফোনে আরও আছে ৪কে রেডি ১৬ মেগাপিক্সেল ক্যামেরা, ৪ জিবি র্যাম, ডুয়েল সিম, ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ, মাইক্রো এসডি কার্ড স্লট এবং কুয়ালকম স্ন্যাপড্রাগন ৬৫২ ওকটা-কোর প্রসেসর। মোবাইলটির ২টি কালার, গোল্ড ও গ্রে বাজারে সহজলভ্য। লেনোভোর ফ্যাব২ প্রো ফ্ল্যাগশিপ ট্যাংগোর মূল্য ৩৯৯ ডলার।
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: June 18, 2016