bdstall.com

মানুষ বহনকারী ড্রোন ইহ্যাং ১৮৪

ড্রোনে চড়ে মানুষের উড়ার ইচ্ছা আরও এক ধাপ কাছে চলে এসেছে। ইহ্যাং ১৮৪ হচ্ছে ৫০০ পাউন্ডের একটি বিশালাকৃতির ড্রোন যা সর্বপ্রথম সিইএস ২০১৬, লাস ভেগাসে উপস্থাপন করা হয়। এটি একটি ছোট বিমানের সমান। মূলত এটি একটি উড়ন্ত রোবট। যাত্রী শুধু ড্রোনে উঠে গন্তব্য নির্ধারণ করে দিলেই বাকি কাজটুকু এই রোবটটি সম্পন্ন করে দেয়। বর্তমানে ড্রোনটির নভোযোগ্যতা যাচাইয়ের জন্য ফ্লাইট টেস্টের ব্যবস্থা করা হচ্ছে। নভোযোগ্যতা যাচাইয়ের জন্য ২৮ ঘণ্টা ফ্লাইট টাইম লাগবে। যদিও ফ্লাইট টেস্টের আগে এফএএ’র পরীক্ষামূলক নির্দেশপত্র গ্রহণ করতে হবে। খুব শীঘ্রই মানুষ বহনকারী এই ইহ্যাং ১৮৪ ড্রোনটি হবে আধুনিক প্রযুক্তির একটি আকর্ষণীয় উদাহরণ।  

এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: June 09, 2016
Reviews (0) Write a Review