আসছে বছরের জানুয়ারি মাসেই হয়ত স্যামসাঙ নিয়ে আসবে ভাজ করা যায় এমন স্মার্টফোন। প্রযুক্তি দুনিয়ায় এমন কানা-ঘোষা চলছে। প্লাস্টিকের ডিসপ্লে যুক্ত ভাজ করা যায় এমন একটি ফল্ডেবোল স্মার্টফোন আনতে পারে স্যামসাঙ। কিছুদিন আগে এ বিষয়ে একটি প্রেজেন্টেশনও করেছে স্যামসাঙ। ২০১৭ সালে মোট পাঁচটি ফ্ল্যাগশিপ ফোন আনবে স্যামসাঙ। এগুলোর মধ্যে রয়েছে গ্যালাক্সি এস৮, গ্যালাক্সি এস৮ এজ, নোট ৭, নোট ৭ এজ এবং গ্যালাক্সি এক্স। আর এই গ্যালাক্সি এক্সই হবে বিশ্বের প্রথম ফল্ডেবোল স্মার্টফোন। ওএলইডি প্রযুক্তির সঙ্গে থাকবে ৪কে রেজুলেসনের ডিসপ্লে।
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: June 09, 2016