bdstall.com

স্যামসাঙ গ্যালাক্সি এস সেভেন একটিভ

স্যামসাঙের গ্যালাক্সি এস সেভেন এর নতুন ভার্সন গ্যালাক্সি এস সেভেন একটিভ-এ আছে ৫.১ ইঞ্চির কোয়াড এইচডি ডিসপ্লে। তবে নতুন এই ভার্সনটিতে আছে মজবুত শাটার-রেসিস্টেন্ট স্ক্রিন যা পাঁচ ফুট উপর থেকে পরলেও কিছুই হবে না। তাছাড়া ফোনটিতে আছে ওয়াটার-প্রুফ টেকনোলজি, ৪০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, দ্রুত চার্জিং টেকনোলজি। ফোনটির বাম দিকে আছে একটি ডেডিকেটেড একটিভ বাটন। বাটনটির সাহায্যে যেকোনো অ্যাপ চালু করা যাবে। বাটনটিতে ২ বার চাপ দিলে ইমারজেন্সি জোন চালু হবে এবং ৯১১ তে কল যাবে কিংবা পূর্বে সেট করা এসওএস মেসেজ চলে যাবে। জরুরি মুহূর্তে এ বাটনটি খুবই কাজের। ফোনটিতে আরো আছে ৪ জিবি র‍্যাম, ৩২ জিবি ইন্টারনাল মেমরি, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ১২ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা।

এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: June 08, 2016
Reviews (0) Write a Review