ইউ.এস. নেভির গবেষকরা ভবিষ্যতের জন্য এক ধরনের ডাইভিং হেলমেট তৈরি করছেন। হেলমেটটির নাম ডিএভিডি বা ডাইভারস্ অগমেনটেড ভিশন ডিসপ্লে। এটি দি আয়রন ম্যান এসকিউ হেলমেট নামেও পরিচিত। এতে আছে হাই-রেজোলিউশান ও সি-থ্রু হেড আপ ডিসপ্লে যা সরাসরি হেলমেটের ভিতরে সেট করা। এর মাধ্যমে ডাইভাররা সবকিছুর রিয়েল-টাইম চাক্ষুষ প্রদর্শন পাবে। হেলমেটটিতে আরও আছে সেক্টর ছোনার, টেক্সট ম্যাসেজ, ডায়াগ্রাম, ফোটোগ্রাফ এবং অগমেনটেড রিয়্যালিটি ভিডিও। এর গঠনটি এমন যেন ডাইভারের চোখের সামনে তথ্য প্রদর্শিত হয়। ডিসপ্লেটি হেলমেটের ভিতরে থাকার কারনেই একে আয়রন ম্যান হেলমেট বলা হয়। দৃশ্যরূপে যা যা দরকার সবই হেলমেটের ভিতরে আছে। ডিভাইসটি ডাইভিং মিশনের জন্য ব্যবহার করা যাবে। তাছাড়া ব্যবসায়িক ডাইভিং কমিউনিটিগুলোও এটা ব্যবহার করতে পারবে। হেলমেটটি বর্তমানে প্রোটোটাইপ হিসেবে ব্যবহৃত হচ্ছে।
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: June 06, 2016