HumanEyes কোম্পানির Vuze হচ্ছে একটি ৩৬০ ডিগ্রী ভিআর ক্যামেরা। এতে মাত্র একটি বা দুটি গোলাকার লেন্স আছে। ডিভাইসটির ৪ প্রান্তে ১টি করে ৪টি মাইক্রোফোন এবং ২টি করে মোট ৮টি ক্যামেরা রয়েছে। প্রত্যেকটি ক্যামেরা ১০৮০পি ফুল এইচডি রেজোলিউশানে ভিডিও ধারন করতে পারে। একটি বাটন ক্লিকের মাধ্যমে ক্যামেরাটি ৩৬০ ডিগ্রী ভিডিও রেকর্ড করে যা ভিআর হেডসেটে টুডি বা থ্রিডি আকারে দেখা যায়। কিন্তু ৩৬০ ডিগ্রী মালটিডাইরেকশনাল অডিও এফেক্ট পাওয়ার জন্য ভিডিও রেকর্ডের পর সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে অডিও এডিট করতে হবে। ভুজ ক্যামেরাটিতে ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। তাছাড়াও স্টোরেজ বাড়ানোর জন্য রয়েছে মাইক্রো এসডি কার্ড স্লট। ১ মিনিট ভিডিও ধারন করতে ১ জিবি মেমোরি লাগে যার মানে হলো প্রাথমিকভাবে ডিভাইসটি ৬৪ মিনিট পর্যন্ত ভিডিও ধারন করতে পারে। ক্যামেরার ব্যাটারি টানা ১ ঘণ্টা পর্যন্ত কার্যকর থাকে। ডিভাইসটির ব্যাটারি লাইফ বাড়াতে মাইক্রো ইউএসবি’র সাহায্যে ব্যাটারি প্যাক সংযুক্ত করা যায়। ভুজ পুরোপুরি জল-প্রতিরোধী। এসবের বাইরেও ক্যামেরাটির সাথে পাওয়া যাবে একটি ট্রাইপড যাকে ভাঁজ করে ছোট সেলফি স্টিকে পরিণত করা যায়, একটি প্লাস্টিক হেডসেট, এক জোড়া ছোট গ্লাস, একটি স্টুডিও সফটওয়্যার এবং একটি প্রটেকটিভ কেস। হিউম্যানআইস কোম্পানি অক্টোবরে ক্যামেরাটি বাজারে ছাড়বে এবং এর মূল্য হবে ৬০০ ডলার।
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: May 29, 2016