জাপানের হুন্দাই কোম্পানি দি এক্সোস্কেলেটন নামক একটি সুট তৈরি করেছে। যেহেতু মারভেল সুপার হীরোদের কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে সুটটি তৈরি করা হয়েছে সেহেতু এটি আইরন ম্যান সুট নামেও পরিচিত। বিভিন্ন ধরনের কাজের জন্য এই পরিধানযোগ্য রোবটটি তৈরি করা হয়েছে। হুন্দাই কোম্পানি বিশ্বাস করে এই রোবটটি দ্বারা উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা যাবে এবং এই প্রক্রিয়ায় আহতের পরিমাণ কমানো যাবে। আইরন ম্যানের সুটের মতো এক্সোস্কেলেটন পরিধানরত ব্যক্তি পাবে সুপার লিফটিং শক্তি। হুন্দাই কোম্পানির মতে রোবটটি কয়েকশো কিলোগ্রাম পর্যন্ত ওজন বহন করতে পারে। আরও নির্দিষ্টভাবে বলা যায় সুটটির ৬০০ পাউন্ড লিফটিং শক্তি আছে। যেহেতু সুটটির ওজন মাত্র ১১০ পাউন্ড, সেহেতু প্রতিরক্ষা ক্ষেত্রে এটি ব্যবহার করা যায়। তাছাড়াও যন্ত্রটি প্যারালাইসিস ব্যক্তিদের হাটার সুযোগ করে দেয় এবং বৃদ্ধদের চিকিৎসা প্রক্রিয়া তরান্বিত করে। এসব বিশেষ সুট তৈরির মাধ্যমে হুন্দাই কোম্পানি ‘নেক্সট মবিলিটি’ নামক নতুন প্রজন্মের আশ্বাস দিচ্ছে। বর্তমানে সুটটি বাজারে পাওয়া যাচ্ছেনা কিন্তু আশা করা যায় খুব শীঘ্রই পাওয়া যাবে।
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: May 24, 2016