সনির নতুন ফোন এক্সপেরিয়া এক্সএ আল্ট্রাতে আছে ৬ ইঞ্চির বড় স্ক্রিন। মিড-রেঞ্জের এই ফোনটিতে আছে মিডিয়াটেক হেলিও পি১০ অক্টা-কোর প্রসেসর, ৩ জিবি র্যাম, ১৬ জিবি ইন্টারনাল মেমরি এবং ২,৭০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। তবে ফটোগ্রাফি করার জন্য এক্সএ আল্ট্রা ফোনটি খুবই ভালো হবে। কেননা ফোনটির পেছনে আছে ২১.৫ মেগাপিক্সেলের একটি ক্যামেরা আর সামনে আছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা। সনি জানিয়েছে স্মার্টফোনটি একবার চার্জ দিলে টানা ২ দিন ব্যাকআপ দিবে তাছাড়া মাত্র ১০ মিনিট চার্জ দিলেই প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা চালু থাকবে। চলতি বছরের জুলাই মাসে কালো, সাদা এবং লাইম গোল্ড এই তিনটি রঙে ফোনটি বাজারে আসবে।
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: May 23, 2016