এলজির নতুন ক্যামেরা এলজি অ্যাকশান ক্যাম একটি ১২.৩ মেগাপিক্সেলের ক্যামেরা যেটি ইউএইচডি, ফুল এইচডি এবং এইচডি-রেডি মানের ১২০, ৬০ এবং ৩০ ফ্রেম পার সেকেন্ডে ভিডিও ক্যাপচার করতে পারে। তাছাড়াও ক্যামেরাটি ইউটিউব কিংবা এরকম সাইটে লাইভ এইচডি ভিডিও স্ট্রিমিং করতে পারে। এলটিই, ওয়াই-ফাই এবং ব্লুটুথ ওয়্যারলেস কানেকশন আছে ক্যামেরাটিতে। এছাড়াও আছে ২ জিবি র্যাম, ৪ জিবি বিল্ট-ইন মেমরি, মাইক্রো এসডি কার্ড স্লট, গাইরোস্কোপ ও এক্সেলেরমিটার সেন্সর এবং ১,৪০০ এমএএইচ ব্যাটারি। পানি এবং বালি থেকে রক্ষা করার জন্য আছে আইপি৬৭ প্রটেকশন। এ বছরের শেষের দিকেই ক্যামেরাটি বাজারে পাওয়া যাবে।
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: May 16, 2016