২০১৭ সালের ডিসেম্বরে মহাকাশে উৎক্ষেপণ করা হবে বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট। এই প্রকল্পে মোট ব্যয় হবে ৩ হাজার ২৪৩ কোটি টাকা। বাংলাদেশ সরকারের তহবিল থেকে ১ হাজার ৫৫৫ কোটি টাকা এবং বাকি ১ হাজার ৬৮৮ কোটি টাকা বিদেশি সংস্থার কাছ থেকে ঋণ নেয়া হবে।এই স্যাটেলাইটের মূল উদ্দেশ্য যোগাযোগ এবং সম্প্রচার ব্যবস্থা উন্নত করা। ১৩০০ কেজি ওজনের এই কৃত্রিম উপগ্রহের কাজের ব্যাপ্তিকাল হবে ১৫ বছর। মার্কিন কোম্পানি ‘স্পেস পার্টনারশিপ ইন্টারন্যাশনাল’ এ প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে উপগ্রহের নকশা তৈরি করছে। দুটি ‘গ্রাউন্ড স্টেশন’ থেকে উপগ্রহটি নিয়ন্ত্রণ করা হবে। গাজীপুর জেলার জয়দেবপুর এবং রাঙ্গামাটির বেতবুনিয়ায় এ দুটি 'গ্রাউন্ড স্টেশন’ থাকবে।
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: May 12, 2016