এলজি তাদের নতুন স্মার্টফোন প্রযুক্তির ঘোষণা দিয়েছে যেখানে ফিঙ্গার প্রিন্ট সেন্সরের জন্য কোন বাটনের প্রয়োজন নেই। মূল পর্দার নিচেই সেট করা যাবে এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। স্মার্টফোনের পর্দার ঐ নির্দিষ্ট জায়গায় আঙুল দিয়েই আপনি আপনার ফোন আনলক করতে পারবেন। পর্দার নিচে সেন্সর থাকায় সেটি পানি এবং আঁচড় থেকে মুক্ত থাকবে।
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: May 05, 2016