bdstall.com

এলজি ৩৬০ ক্যাম

৩৬০ ডিগ্রী ছবি তোলার জন্য এলজি কোম্পানির নতুন আবিষ্কার হচ্ছে এলজি ৩৬০ ক্যাম। এটি একটি ডুয়েল ক্যামেরা ডিভাইস যা ১৬ মেগাপিক্সেলে সেন্সরের মাধ্যমে বৃত্তাকার ছবি তুলতে পারে। এটি ২কে প্রযুক্তির রেজোলিউশান ব্যবহার করে একটিমাত্র বাটনের সাহায্যে ৩৬০ ডিগ্রী ছবি ধারন করে। ডিভাইসটি যেকোনো স্মার্টফোনের মাধ্যমে ব্যবহার করা যায় এমনকি স্মার্টফোন ছাড়াও স্বাধীনভাবে ব্যবহার করা যায়। এলজি ৩৬০ ক্যাম হচ্ছে ধূসর রঙের একটি ছোট প্লাস্টিক ডিভাইস। এর ২টি বৃত্তাকার লেন্স আছে। লেন্সের নিচে শাটার বাটন ও সাইডে পাওয়ার বাটন রয়েছে। তাছাড়াও এতে আছে ইউএসবি টাইপ-সি কেবল, মাইক্রোএসডি কার্ড ও স্ট্যান্ডার্ড ট্রাইপড মাউন্ট স্লট। ডিভাইসটির বর্তমান বাজার মুল্য মাত্র ২০০ ডলার।     

এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: April 26, 2016
Reviews (0) Write a Review