iMCO কোম্পানি CoWatch নামক একটি নতুন স্মার্ট ওয়াচ তৈরি করেছে যাতে ভয়েস কমান্ড অপশন দেয়া আছে। এটি একটি সুদর্শন ঘড়ি যা আইওএস৯ ও অ্যান্ড্রয়েড ৫.০ এর সাথে সংযোগ স্থাপন করতে পারে। এতে আছে ১.৩৯ ইঞ্চি বৃত্তাকার ডিসপ্লে ও ৪০০ বাই ৪০০ রেজোলিউশান। অন্যান্য স্মার্ট ওয়াচগুলোর মতো কোওয়াচের ডিসপ্লেতে কোনও ‘ফ্ল্যাট টায়ার’ নেই। এটি ০.৪৮ ইঞ্চি পুরু। এর মরিচাররোধক ইস্পাত ও সিরামিক বডি দেখতে খুবই স্টাইলিশ। তাছাড়া এটি পানি ও ধূলিকণা রোধক। এতে আরও আছে ১জিবি র্যাম, ৮জিবি মেমোরি ও ডুয়েল কোর প্রসেসর যা ১.২GHz গতিসম্পন্ন। এটি ক্রোনোলজিক্স নামক একটি কাস্টম অপারেটিং সিস্টেম চালাতে সক্ষম। ঘড়িটির ব্যাটারি ৩২ ঘণ্টা পর্যন্ত বেকাপ দিতে পারে। এতে বিভিন্ন ধরনের সেন্সর রয়েছে। ঘড়িটি ১৭৯ ডলার মুল্যে বাজারে পাওয়া যায়।
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: April 24, 2016