আজকাল আমরা সকলেই স্মার্টফোন ব্যবহার করি। তবে এই সকল স্মার্টফোনের অন্যতম একটি সমস্যা হল এগুলো অনেক সময়ই ব্যবহারের মাঝখানে খুবই গরম হয়ে যায়। দামি কিংবা কমদামি ফোন নয়, সকল ফোনেই এই সমস্যাটি দেখা যায়। স্মার্টফোন গরম হওয়ার বেশ কিছু কারনও আছে। আপনি যখন সাধারনভাবে ফোনে কথা বলবেন কিংবা মিউজিক শুনবেন তখন ফোন তেমন একটা গরম হবে না। কিন্তু যখন আপনি ফোনে গেইম খেলবেন বা ইন্টারনেট থেকে কিছু ডাউনলোড করবেন তখনই আপনার স্মার্টফোনটি গরম হয়ে যাবে। এর কারন হল আপনি যখন ফোনে এই সকল কাজগুলো করবেন তখন ফোনের প্রসেসরকে একটু বেশি কাজ করতে হয় যার ফলে প্রসেসর গরম হয়ে যায়। আর এই প্রসেসরই হল ফোন গরম হওয়ার অন্যতম একটি কারন। অনেক সময় অতিরিক্ত সময় ধরে ফোন ব্যবহারের ফলে ফোন গরম হয়ে যেতে পারে। এছাড়াও আশেপাশের তাপমাত্রাও ফোন গরম হওয়ার কারন হয়ে দাড়ায় অনেক সময়। সাধারণত ফোন এর তাপমাত্রা ৩৫ - ৪৫ ডিগ্রী সেলসিয়াস এর মধ্যে থাকে তাহলে এটি স্বাভাবিকই যায়। কিন্তু ফোনটি যদি স্ট্যান্ড-বাই মোডেও গরম হয় তাহলে আপনার ফোনে অবশ্যই কোন একটি সমস্যা আছে।
গরম হওয়া রোধেঃ স্মার্টফোনে একসঙ্গে অনেকগুলো অ্যাপস চালু করবেন না। ব্যাকগ্রাউন্ডে অপ্রয়োজনীয় অ্যাপস চলতে থাকলে সেগুলো বন্ধ করে দিন। ফোন চার্জে দিয়ে ব্যবহার করা থেকে বিরত থাকুন। তাপমাত্রা বেশি থাকে এইরকম স্থানে ফোন রাখবেন না। যদি ফোন অতিরিক্ত গরম হয়ে যায় তাহলে কিছুক্ষণ বন্ধ করে রেখে দিন।
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: April 10, 2016