প্রযুক্তির এ যুগে ড্রোন অত্যন্ত পরিচিত একটি নাম। ড্রোন এতদিন মানুষবিহীন একটি যান হলেও এবার ঘটতে যাচ্ছে তার ব্যাতিক্রম। এবার জলজ্যান্ত একজন মানুষকে নিয়েই আকাশে উড়তে পারবে ড্রোন। ই-ভোলো নামের একটি কোম্পানি ভোলোকপটার ভিসি২০০ নামের একটি ড্রোন তৈরি করেছে যা স্বয়ং একজন মানুষকে নিয়ে আকাশে উড়তে পারে। ১৮টি আলাদা আলাদা পাখার সাহায্যে উড়বে এই ড্রোনটি। একটি জয়স্টিকের সাহায্যে ড্রোনটিকে নিয়ন্ত্রণ করা যাবে। এছাড়াও আছে একটি অটোমেটিক ল্যান্ডিং বাটন যা চালকের সাহায্য ছাড়াই আস্তে আস্তে ড্রোনটিকে মাটিতে নামিয়ে আনবে।
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: April 09, 2016