চলতি মাসের ১১ তারিখেই আসছে স্যামসাঙ গ্যালাক্সি এস৭ এবং এস ৭ এজ। ৫.১ ইঞ্চি মাপের পর্দাযুক্ত এস৭ এবং ৫.৫ ইঞ্চি মাপের এস৭ এজ স্মার্টফোনগুলোতে আছে গরিলা গ্লাস ৪। এস৭ এজ মডেলের ডিসপ্লে যথারীতি বাঁকানোই থাকবে। ডুয়াল কোর এবং কোয়াড কোর এই দুইটি প্রসেসরের মডেলে ফোনগুলো বাজারে ছাড়বে স্যামসাঙ। এছাড়াও আছে ৪ জিবি র্যাম, ৩২/৬৪ জিবি বিল্ট-ইন মেমরি, ১২ মেগাপিক্সেলের পেছনের ক্যামেরা, ৫ মেগাপিক্সেলের সামনের ক্যামেরা, হার্ট রেইট সেন্সর ইত্যাদি। দ্রুত চার্জ হবে এই স্মার্টফোনটি। কুইক চার্জ ২.০ টেকনোলোজির মাধ্যমে মাত্র ৩০ মিনিটেই ৬০ পারসেন্ট চার্জ হয়ে যাবে। এস৭ মডেলে আছে ৩০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি এবং এস৭ এজ-এ আছে ৩৬০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি।
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: March 07, 2016