bdstall.com

বাংলাদেশ জাতীয় যাদুঘর

বাংলাদেশ জাতীয় যাদুঘর ঢাকার শাহবাগে অবস্থিত। এটি বাংলাদেশের সর্ববৃহৎ যাদুঘর। মূলত ১৯১৩ সালে এটি ঢাকা জাদুঘর হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল, পরে ১৯৮৩ সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ জাতীয় যাদুঘর। প্রতি বছর হাজার হাজার দর্শনার্থী যাদুঘরটি দেখতে আসে।

বৃহদায়তন ৪ তলা ভবনে শুধু বৃহৎ প্রদর্শনী হলই নয় বরং ল্যাবরেটরি, লাইব্রেরি, তিনটি অডিটোরিয়াম, আলোকচিত্র গ্যালারি, অস্থায়ী প্রদর্শনী হল এবং একটি অডিও ভিজুয়াল বিভাগ আছে। চিত্রকলার আকর্ষণীয় সংগ্রহের মধ্যে পর্যটকরা পাবে প্রাচীন নিদর্শনাদি ও শতাব্দীর পুরনো ঐতিহ্য যা বাংলাদেশের সৃষ্টিকে জাগ্রত করে। হস্তনির্মিত কিছু ভাস্কর্যের মধ্যে রয়েছে পোড়ামাটির টুকরা, জল রং অঙ্কন, চীনামাটির বাসন, ধাতু কাজ, অস্ত্র ও মধ্যযুগীয় অস্ত্রাগার, কাঠের আসবাবপত্র, জীবাশ্ম ও ঐতিহ্যবাহী কারুশিল্প। বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রদর্শনীতে দেশের ইতিহাসে প্রত্যনুসরণ হয় এবং প্রাচীন জগৎ সম্পর্কে জানা যায়। যাদুঘর কর্তৃপক্ষ দ্বারা অনেক সেমিনার ও ওয়ার্কশপ অনুষ্ঠিত হয় যেখানে হারিয়ে যাওয়া বিশ্ব সম্পর্কে নানান প্রশ্নের উত্তর দেয়া হয় এবং সাধারণ জনগণকে অবহিত করা হয়। বাংলদেশ জাতীয় যাদুঘর সত্যিই একটি অসাধারণ আকর্ষণ।

প্রবেশ ফি

বাংলাদেশের নাগরিক ২০ টাকা

সার্কভুক্ত দেশগুলোর নাগরিক ২০ টাকা

অন্যান্য ১০০ টাকা

প্রবেশের সময়সূচী

এপ্রিল-সেপ্টেম্বর

শনিবার থেকে বুধবার সকাল ১০.৩০ থেকে বিকাল ৫.৩০ পর্যন্ত

শুক্রবার দুপুর ৩টা থেকে ৮টা পর্যন্ত

অক্টোবর থেকে মার্চ

শনিবার থেক বুধবার সকাল ৯.৩০ থেকে বিকাল ৪.৩০ পর্যন্ত

শুক্রবার দুপুর ২.৩০ থেকে রাত ৭.৩০ পর্যন্ত

রমযান

শনিবার থেকে বুধবার সকাল ৯.৩০ থেকে দুপুর ৩ টাপর্যন্ত

 

এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: February 28, 2016
Reviews (0) Write a Review