ইতিহাসের পাতা উল্টিয়ে এবার অবিশ্বাস্য কিছুর সন্ধান পেয়েছে একদল গবেষক। যুক্তরাষ্ট্রের ব্রিংহ্যাম সিটি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ১৭শ শতকের অদ্ভুত এক ঘড়ির সন্ধান পেয়েছে। ঘড়িটির বৈশিষ্ট্য হলো, এতে নির্দিষ্ট সময়ে এলার্মের সুব্যবস্থা ছিল। শুধু তাই নয়, ঘড়িটি দিন-মাস-সাল ও বারেরও হিসাব রাখত। আরো অবাক করার মতো বিষয় হলো, এতে 3D প্রযুক্তি ব্যবহারের আভাষ পাওয়া গেছে। আধুনিক সময়ে যে ঘড়ির প্রচলন আছে ১৭শ শতকের ঘড়িটি তার থেকে কম নয়। অবাক করার মত ব্যাপার হলো প্রায় চারশ বছর আগে এতো চমৎকার উচ্চ প্রযুক্তির ব্যাবহার কিভাবে সম্ভব। জানা যায় ঘড়িটি তৎসময়ে ফার্লাইট ওয়াচ নামে পরিচিত ছিল। শুধু তাই নয়, এর এতো সব সুবিধার কারনে এটি তখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলো। ফার্লাইট নামের একজন ঘড়ি নির্মাতার হাতে এই ঘড়িটির সৃষ্টি হয়। তাই তার নামানুসারে এর না রাখা হয়। ঘড়িটির চারপাশে অসম্ভব সুন্দর কারুকাজ রয়েছে। ঘড়িটিতে এলার্ম টোন হিসেবে ব্যবহার করা হয়েছিল সঙ্গীত এবং বাদ্যযন্ত্রের বিভিন্ন সুর, এ কারনে গবেষক দল এর নাম দিয়েছে ১৭শ শতকের আইপ্যাড। ইতিহাসের পাতা থেকে জানা যায়, ১৮শ শতকের মাঝামাঝি সময় থেকে এলার্ম ঘড়ির প্রচলন শুরু হয়। এই ঘড়িগুলো ছিল আধুনিক ঘড়ির পূর্বপুরুষ। তবে সেগুলোতে এমন চমৎকার প্রযুক্তির ব্যাবহার ছিলো না, আর সেগুলো কোন নির্দিষ্ট সময় বেজে ওঠার পরিবর্তে প্রতি ঘন্টায় ঘন্টায় বাজত। বর্তমানে ফার্লাইট ঘড়িটি মিউজিয়াম অফ লন্ডনে সংরক্ষিত আছে। গবেষক দল এটি নিয়ে ব্যাপক গবেষনা চালাচ্ছে। উচ্চ প্রযুক্তি ব্যাবহার করে এটির অনুরুপ কিছু ঘড়ি তৈরির চেষ্টা চালানো হচ্ছে।
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: August 01, 2013