ক্যাননের নতুন ‘পাওয়ারশট জি৭ এক্স ২’ ডিজিটাল ক্যামেরাটি সেলফি ও ভ্লগিং এর জন্য খুবই ভালো। ডিজিক ৭ ইমেজ প্রসেসর, ইন-ক্যামেরা রঅ কনভারশন, ৩ ইঞ্চি টাচ স্ক্রীন, টাইমল্যপ্স মুভি মোড এবং এনএফসি এর নতুন বৈশিষ্ট্যগুলো ক্যামেরাটিকে একটি নতুন স্তরে নিয়ে গিয়েছে। ক্যামেরাটিতে ২০.১ মেগাপিক্সেল ১ ইঞ্চি সিএমওএস সেন্সর আছে যার আইএসও রেঞ্জ হচ্ছে ১২৫-১২৮০০। জি৭ এক্স ২ এর লেন্স এখনও বেশ বহুমুখি কারন এর ৪.২ এক্স অপটিক্যাল জুম ২৪-১০০ মিলিমিটার দূরত্বের ছবি অনায়াসে ধারন করতে পারে। এর লো-লাইট পারফর্মেন্স খুবই চমৎকার। ক্যামেরাটি প্রতি সেকেন্ডে ৬০টি ফ্রেমে ১০৮০পি ভিডিও রেকর্ড করতে পারে। এতে আরও আছে প্যানিং শট মোড। তাছাড়া ক্যানন পাওয়ারশট খুব সহজেই ওয়াই-ফাই এর মাধ্যমে স্মার্টফোন ও ট্যাবলেটের মধ্যে সংযোগ স্থাপন করতে পারে। ক্যামেরার উপর এখন একটি ডেডিকেটেড ওয়াই-ফাই বাটন আছে। এছাড়াও ক্যামেরাটির আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে অটো লাইটিং অপটিমাইযার। সব কিছু মিলিয়ে ক্যানন পাওয়ারশট জি৭ এক্স ২ খুবই চমৎকার একটি ক্যামেরা। এটি মার্চ মাসে ৬৯৯ ডলারে বাজারে পাওয়া যাবে।
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: January 01, 1970