হোয়াটসঅ্যাপ একটি জনপ্রিয় ম্যাসেঞ্জার। বর্তমানে বিশ্বে কোটি কোটি মানুষ ফেসবুকের এই সেবাটি ব্যাবহার করেন। সাধারণত মোবাইল থেকেই এই অ্যাপটি ব্যাবহার করা যায়। কিন্তু মোবাইলের স্ক্রিন ছোট হওয়ায় এবং আলাদা কোন কি-বোর্ড না থাকায় অনেক সময় টাইপ করতে গিয়ে অতিরিক্ত সময় ব্যয় হয় এবং বিরক্তির কারন হয়ে দাড়ায়। তবে আপনি চাইলেই আপনার হোয়াটসঅ্যাপ একাউন্টটি আপনার কম্পিউটার থেকেও ব্যাবহার করতে পারবেন। এজন্য প্রথমে আপনার পিসিতে যেকোনো ইন্টারনেট ব্রাউজার খুলুন। এবার ইউআরএল বক্সে https://web.whatsapp.com/ - এই লিঙ্কটি টাইপ করুন এবং এন্টার চাপুন। এবার আপনার ফোনে হোয়াটসঅ্যাপ সফটওয়্যারটি খুলুন এবং অপশন চাপুন। সেখানে WhatsApp Web নামে একটি অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন। এবার আপনার ক্যামেরা ওপেন হবে এবং একটি বক্স আসবে। এবার ফোনটিকে আপনার মনিটরের সামনে নিয়ে যান এবং ব্রাউজারে যে কিউআর কোডের বক্স আছে তার বরাবর ধরুন। কয়েক সেকেন্ড অপেক্ষা করার পরই দেখবেন আপনার মনিটরে হোয়াটসঅ্যাপ চালু হয়ে গেছে। এবার শুধু আপনার ফোনটিকে ইন্টারনেটে কানেক্টেড রাখুন। তাহলেই আপনি হোয়াটসঅ্যাপ পিসি থেকেই ব্যবহার করতে পারবেন।
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: February 09, 2016