bdstall.com

আকাশের ড্রোন এবার পানির নিচেও যাবে

সাধারণত ড্রোন আকাশে উড়ে। তবে লুন কপ্টার নামে একটি ড্রোন এবার আকাশে উড়ার পাশাপাশি পানির নিচেও চলাচল করতে পারবে। অর্থাৎ জল এবং আকশপথ এই দুইয়ের জন্যই উপযোগী এই ড্রোন। ওকল্যান্ড ইউনিভার্সিটির ইমবেডেড সিস্টেমস রিসার্স গ্রুপের তৈরি এ ড্রোনটি যখন আকাশে থাকে তখন অন্য সব ড্রোনের মতই উড়ে আবার যখন পানিতে নামে তখন ৯০ ডিগ্রীতে চারদিকে ঘুরতে পারে। পানিতে কোন দুর্ঘটনা হলে এই ধরনের ড্রোন যাতে দ্রুত উদ্ধারকার্যে অংশ নিতে পারে এই লক্ষে কাজ করে যাচ্ছে এই ধরনের ড্রোন তৈরিকারক প্রতিষ্ঠানগুলো।

এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: January 28, 2016
Reviews (0) Write a Review