স্যামসাঙ এই বছর টি৩ এসএসডি ড্রাইভ বাজারে আনছে। একটি ভিজিটিং কার্ডের থেকেও আকারে ছোট এই ড্রাইভের ডাটা ধারণ ক্ষমতা ২ টেরাবাইট পর্যন্ত থাকবে। মজবুত মেটাল কেইসের ডিজাইনে তৈরি ড্রাইভটি ১৫০০ গ্রাম ওজনের চাপও সহ্য করতে পারবে। ইউএসবি ৩.১ কানেকশন পোর্টের মাধ্যমে রীড এবং রাইট স্পিড হবে ৪৫০ মেগাবাইট প্রতি সেকেন্ড। ২৫০ ও ৫০০ গিগাবাইট এবং ১ ও ২ টেরাবাইট এই চারটি ভার্সন বের করবে স্যামসাঙ।
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: January 06, 2016