bdstall.com

প্রতিকূল পরিবেশের জন্য অলিম্পাসের নতুন ক্যামেরা

অলিম্পাস তাদের স্টাইলাস সিরিজের নতুন ক্যামেরার ঘোষণা দিয়েছে। Stylus Tough TG-870 ক্যামেরাটি প্রতিকূল পরিবেশের জন্য একদম উপযোগী। ১৬ মেগাপিক্সেল ইমেজ সেন্সরযুক্ত ক্যামেরাটিতে ৫এক্স অপটিক্যাল জুম আছে। সেলফি তুলার জন্য এর ডিসপ্লেকে ১৮০ ডিগ্রী পর্যন্ত উপরের দিকে ঘোরানো যায়। অন্যান্য ডিভাইসের সঙ্গে ছবি শেয়ার করার জন্য আছে ওয়াই-ফাই কানেকশন। ১০৮০পি  ফুল এইচডি ভিডিও রেকর্ড এবং ১২০ ফ্রেম প্রতি সেকেন্ডে স্লো-মোশন ভিডিও করতে পারে ক্যামেরাটি। ৫০ ফুট পর্যন্ত ওয়াটারপ্রুফ ক্যামেরাটি ২২ পাউন্ড ওজনের চাপ সহ্য করতে পারে। এমনকি ৭ ফুট উপর থেকে পড়ে গেলেও ক্যামেরাটির কোন ক্ষতিই হবে না। -১০ ডিগ্রী সেলসিয়াস ঠান্ডা তাপমাত্রায়ও কাজ করতে পারে এই ক্যামেরা। মোটকথা এডভেঞ্চার করার জন্য যারা প্রকৃতির বিভিন্ন প্রতিকূল পরিবেশে ভ্রমণে যান তাদের জন্য একদম মানানসই অলিম্পাসের এই নতুন ক্যামেরাটি।

এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: January 06, 2016
Reviews (0) Write a Review