কিছুদিন আগে হুয়াই তাদের নতুন স্মার্টফোন হুয়াই মেট ৮ মুক্তি দিয়েছে। ৬ ইঞ্চি মাপের বড় পর্দার এই ফোনটিতে কোয়াড কোর এর শক্তিশালী প্রসেসর এবং কিরিন ৯৫০ চিপসেট আছে। বেশি সময় ধরে ব্যাকআপের জন্য ৪০০০ মিলি অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি এবং দ্রুত চার্জিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই ফোনে। ৩০ মিনিটে ৩৭% চার্জ পূর্ণ হয়ে যায়। ৩২ জিবি, ৬৪ জিবি এবং ১২৮ জিবি এই তিনটি ভার্সন বের হয়েছে। এর মধ্যে ৩২ জিবির মডেলটিতে আছে ৩ জিবি র্যাম এবং ৬৪ ও ১২৮ জিবির মডেলটিতে আছে ৪ জিবি র্যাম। এন্ড্রয়েড মার্সমেলো অপারেটিং চালিত এই ফোনে সামনে ও পেছনে ৮ মেগাপিক্সেল ও ১৬ মেগাপিক্সেলেের ২টি ক্যামেরা আছে।
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: December 29, 2015