গুগোল ম্যাপ বিশ্বে বহুল ব্যবহৃত একটি মানচিত্র সেবা। প্রতিদিন অনেক প্রয়োজনেই সার্চ ইঞ্জিন গুগোলের এই সেবাটি অনেকেই ব্যবহার করে থাকেন। এই ম্যাপ ব্যবহার করতে এতদিন ইন্টারনেট সংযোগের প্রয়োজন হত। তবে নতুন আপডেটে গুগোল এবার ম্যাপে অফলাইন সুবিধাটি যোগ করতে যাচ্ছে। যার ফলে গুগোল ম্যাপ ব্যবহারে আর ইন্টারনেটের প্রয়োজন হবে না। যেকোনো এলাকার ম্যাপ পূর্বেই নিজের ফোনে ডাউনলোড করে পরবর্তীতে অফলাইনেও তা ব্যবহার করা যাবে। ব্যবহারকারী নতুন কোন এলাকায় যাওয়ার আগেই সেই এলাকার পুরো ম্যাপটির একটি সংস্করণ নিজের ফোনে রাখতে পারবেন। ফলে সেখানে গিয়ে নতুন করে ইন্টারনেট সংযোগ নেওয়ার দরকার হবে না। গুগোল ম্যাপের পরবর্তী আপডেট ভার্সনেই ব্যবহারকারীরা এই সুবিধাটি পাবেন।
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: November 12, 2015